সুদীর্ঘ ৩৬ বছর ধরে এস.আর. ইন্ডাস্ট্রিজ এই আদর্শ কেশ তেল বাজারজাত করে আসছে। এটা বিভিন্ন গাছ-গাছড়া, লতা-গুল্ম ও খাঁটি নারিকেল তেলের মাধ্যমে বৈজ্ঞানিক /ভেষজ প্রনালীতে প্রস্তত।
কিভাবে কাজ করে
হেয়ারডেক্স তেল নিষ্প্রাণ চুলের গোড়ায় খাদ্য যুগিয়ে চুলের গোড়াকে শক্ত, সজীব ও সুন্দর করে তোলে।
১. মাথায় টাক:
যে কোন টাক প্রতিরোধে, যেমন- বংশানুক্রমিক টাক, বা খাদ্যপ্রাণের স্বল্পতাজনিত টাক, এই তেল উপকারী। মাঝে মাঝে টাকের মধ্যে এই তেল আলতোভাবে লাগালে বেশি উপকার পাওয়া যায়।
২. তেল চাটা টাকা:
(Alopecia) মাথা বা দাড়ির কোন কোন জায়গা হতে চুল উঠে যাওয়ায় পয়সার আকৃতি বিশিষ্ট টাক হয়। এই ফাঁকা জায়গা মাঝে মাঝে কামিয়ে দিনে দুই/তিন বার তেল ব্যবহার করতে হবে।
৩. চুল পড়া:
এই তেল নিয়মিত ব্যবহারে চুল পড়া প্রায় বন্ধ করে। চুল হয় ঘন, কালো ও স্বাস্থ্যউজ্জ্বল। ফুটিয়ে তোলে ঝলমলে নজরকাড়া সৌন্দর্য।
৪. অকাল পক্কতা, খুশকি ও মাথার চুলকানি:
এই তেল খাদ্যপ্রাণের অভাব দুর করে চুল পাকা বন্ধ করে। এটা খুশকি ও মাথার চুলকানি রোধে উপকার করে।
৫. অনিদ্রা:
এটা অনিদ্রা দুর করে ও মনকে প্রফুল্ল করে তোলে।
৬. মাথা গরম :
এটা মাথাকে ঠাণ্ডা রাখে, শ্রম-জনিত ক্লান্তি ও অবসাদ দুর করে কাজে মনোযোগ বাড়ায় ও ব্রেইন এর কর্মক্ষমতা বাড়ায়। তাই মনোযোগ বৃদ্ধিতে এই তেল খুব কার্যকরী।
৭. বয়স্কা মেয়েদের মাসিক বন্ধ হওয়ার সময় :
মাথা গরম, মুখমণ্ডল গরম ও হাত পা জ্বলুনিতে এই তেল অতি উপকারী।
ব্যবহারের পূর্বে বোতলটি ঝাঁকি দিয়ে নিবেন। তারপর চুলের গোরায় আলতোভাবে তেল লাগাবেন। গোসলের ১ ঘণ্টা আগে অথবা রাত্রে ঘুমানোর আগে প্রতিদিন মাথায় তেল দিবেন।